বর্তমান সময়ে ডাস্ট পলিয়োশনের মাত্রা অনেক বেশি। তাছাড়া খাদ্যে ভেজাল সব কিছু মিলিয়ে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন কমছে।ঠিক মাথার চুল পড়ার পরিমান ও দিন দিন বৃদ্ধি পাচ্ছে।আর চুল পড়া রোধে রসুন দারুন কাজ করে। বিশেষ করে অনেক মহিলাদের মুখে বলতে দেখা যায় মাথার চুল পড়ে যাচ্ছে। তারা বিভিন্ন কিছু ব্যবহার করছে কিন্তু আশানুরুপ ফল পায় না। কিন্তু তারা অনেকেই জানেনা রসুন চুলের যন্তে অনেক উপকারি।
আর ও পড়ুন-রূপ চর্চায় আমলকির ব্যবহার –সৌন্দর্য চর্চায় অ্যালোভেরা ব্যবহার
চুল পড়া রোধে রসুনের ব্যবহার দুর্দান্ত কাজ করে। এটি শুধু মাথার চুল পড়া রক্ষা করে না ,এটি খুশকি, ও মাথার বিভিন্ন ইনফেকশনের হাত থেকে রক্ষা করে। মাথার তালুর রক্ত চলাচল বাড়াতে জিঙ্ক এবং কপার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই দুটি উপাদান রয়েছে রসুনে।ফলে মাথার চুল পড়া দ্রুত রোধ করে । রসুন চুল পড়া যেমন রোধ করে আবার নতুন চুল গজাতে কাজ করে থাকে। এটি ব্যবহারে আমাদের খুশকির সমস্যা দূর হওয়ার পাশাপাশি চুলের গোড়া শক্ত ও মজবুত করে ফলে সহজে চুল ঝরে পড়ে না। চুল প্রতিটি মানুষের সৌন্দর্য্য বৃদ্ধি করে। আর এটি মাথায় না থাকলে সকলের কাছে আবহেলার বিষয় হয়ে যায়। অনেক গবেষণায় দেখা গেছে চুলর যন্তে রসুনের ব্যবহার অনেক উপকার। এর কারণ রসুনে রয়েছে পর্যাপ্ত পরিমানে এলিসিন। এটি আমাদের দেহের রক্তের হিমোগ্লোবিন সঞ্চালন বাড়িয়ে আবার নতুন চুল গজাতে সাহায্য করে। তাই চুল পড়া রোধ করতে ও খুশকি মুক্ত চুলের জন্য রসুনের প্যাকটি ব্যবহার করুন।
আর ও পড়ুন –চুল পড়ার কারণ – মোটা হওয়ার সহজ টিপস
কিভাবে তৈরি করবেন এটি-
ক) প্রথমে আদা ও রসুন ভালো করে ব্লেন্ড করে নিন। এরপর এটির সাথে নারকেল তেল মিশিয়ে ভালো করে ফুটিয়ে নিন।তারপর ফোটানো তেল ঠান্ডা করতে হবে। আর এই ঠান্ডা তেলে চুলের গোড়ায় সুন্দর করে লাগাতে হবে।এবং এটি প্রায় ১০ মিনিট ধরে চুলের গোড়ায় ম্যাসেজ করতে হবে। এই অবস্থায় ৩০ মিনিট মাথায় রেখে শ্যাম্পু দ্বারা ভালো করে চুল ধুয়ে ফেলুন।
খ) এই প্যাকটি তৈরির জন্য রসুনকে ব্লেন্ড করে রস তৈরি করুন। আর এই রস ১ চা চামুচ এবং সঙ্গে ১ চা চামুচ মধু মিশাতে হবে। এই মিশ্রনটি মাথায় চুলের গোড়ায় আলতো ভাবে ম্যাসেজ করুন। প্রায় ৩০ মিনিট পরে সম্ভব হলে ভেষজ শ্যাম্পু দ্বারা চুল ধুয়ে ফেলুন। এতে চুল পড়া রোধ হবে। এবং চুল সুস্থ ও সুন্দর দেখাবে।
গ) এই প্যাকটি বানানোর জন্য ৮টি রসুনের কোয়া ও একটি পিয়াজ ছেঁচে নিতে হবে। এবং হাফ কাপ অলিভ অয়েল হালকা আচে গরম করতে হবে। এই গরম তেলের সঙ্গে রসুন ও পিয়াজ গরম করতে হবে। পরে ঠান্ডা হলে এটি নামিয়ে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত আলতো ভাবে ম্যাসাজ করতে হবে।প্রায় ত্রিশ মিনিট রেখে শ্যাম্পু দ্বারা চুল ধূয়ে ফেলেন। রসুন দ্বারা তৈরি এই তিনটি প্যাকের যেকোন একটি ব্যবহার করলে ভালো ফল পাবেন।