ভিটামিন সি এর অভাবজনিত রোগ আমরা অনেকেয় জানিনা । ভিটামিন প্রতিটি মানুষের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ । আর ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয় তাহা জানা প্রয়োজন । বিভিন্ন খাদ্য থেকে আমরা ভিটামিন সি জাতীয় খাদ্য গ্রহন করি । ভিটামিন সি এর অভাবে কি হয় তা আলোচনা করা হলো ।
কথায় আছে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝেনা । আর ভিটামিন সি এর অভাবে দাঁতের বিভিন্ন সমস্যা হয়ে থাকে ।
এর মধ্যে স্কার্ভি রোগ অন্যতম । স্কার্ভি রোগ হলে দাঁতের মাড়ি ফুলে যায় রক্ত পড়ে ও দাঁত নড়বড়ে হয়ে যায়
এছাড়া ভিটামিন সি ‘র অভাবে হাত পায়ের গিঁটে ব্যাথা । শিশুদের মধ্যে ভিটামিন সি এর অভাবে বিভিন্ন
রোগ দেখা দেয় । তাই শিশুদের প্রতিদিন ভিটামিন সি যুক্ত খাদ্য খাওয়া উচিত । কারন ভিটামিন সি আমাদের শরীরে জমা
থাকে না । ফলে প্রত্যেকের উচিত প্রতিদিন ভিটামিন সি যুক্ত খাদ্য খাওয়া ।
ভিটামিন সি মানব দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে । শরীরের ভিটামিন সি এর ঘাটতি হলে বিভিন্ন অসুখ দেখা
দেয় । ক্যান্সার বা ক্ষত শুকাতে যেহেতু ভিটামিন সি কাজ করে থাকে । ফলে ভিটামিন সি এর অভাব দেখা দিলে ক্যান্সার
হওয়ার সম্ভবনা থেকে যায় ।
ক. মানব দেহে ভিটামিন সি এর অভাব দেখা দিলে গিঁটে ব্যাথা বা পেশিতে ব্যাথা লক্ষ করা যায় ।
খ. যেসব শরীরে ভিটামিন সি এর অভাব রয়েছে তারা খুব সহজে ক্লান্ত ও দূর্বল হয়ে পড়ে । দেহে শক্তি কমে যায় ও অবসন্ন
হয়ে পড়ে ।
গ. শরীরে ভিটামিন সি এর ঘাটতি হলে দেহে ক্যালশিটে দাগ পড়ে ।
ঘ. শরীরে ভিটামিনের ঘাটতি হলে হঠাৎ করে ওজন কমে যেতে পারে ।
ঙ. ভিটামিন সি দাঁত ও মাড়ির স্বাস্থ্যকে ভালো রাখে । এই ভিটামিনের অভাব হলে এসব অংশে সমস্যা হতে পারে ।
চ. ভিটামিন সি এর অভাব হলে মানব দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ।
ছ. ত্বক ও চুল শুস্ক হয়ে যাওয়া ভিটামিন সি এর ঘাটতির লক্ষণ ।
জ. শরীরে ভিটামিন সি এর ঘাটতি হলে বিরক্তি ভাব দেখা দেয় । মেজাজ খিটখিটে হয়ে যায় ।
আমরা প্রতিদিনই বিভিন্ন খাদ্য গ্রহন করি । এর মধ্যে ভিটামিন, মিনারেল,ক্যালসিয়াম, খনিজ লবণ আরো ও অনেক কিছু ।
কিন্তু কোন কোন খাবারে ভিটামিন সি আছে তা অনেকের জানা নেই । ভিটামিন সি এক প্রকার অ্যাস্করবিক এসিড ।
ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে, দেহ ও ত্বকের কোষের ক্ষতিরোধ করে । আমরা হয়তো অনেকেই জানি
কমলা লেবু ,পেয়ারা , আমলকি,জলপাই কুল বরাই ইত্যাদি ফলে প্রচুর পরিমানে ভিটামিন সি রয়েছে । এখানে কোন কোন
খাবারে ভিটামিন সি আছে তা জানবো ।
এক কাপ আনারসে আছে ৭৯ গ্রাম ভিটামিন সি । এছাড়া আনারসে ক্যালসিয়াম ও পটাসিয়ামের উৎস হিসাবে ধরা হয় ।
আমরা কম বেশি সবাই জানি কাঁচা মরিচ ভিটামিন সি তে ভরপুর । কাঁচা মরিচে আছে প্রর্যাপ্ত ভিটামিন সি ও বেটা ক্যারোটিন
যা চোখ ত্বক ও রোগ প্রতিরোধে খুবই কার্যকরী ভূমিকা পালন করে ।
ভিটামিন সি সমৃদ্ধ উৎস গুলোর মধ্যে লাল মরিচ অন্যতম ।আধা কাপ লাল মরিচে আছে ১০৭.৮ গ্রাম ভিটামিন সি যা
পেশীর ব্যাথা নিরাময় ও হাড়ের সংযোগ স্বাভাবিক রাখে ।
ভিটামিন সি সমৃদ্ধ ফল পেঁপে । পেঁপেতে প্রচুর পরিমানে ভিটামিন সি রয়েছে । দৈনিক পরিমান মত পেঁপে খেলে শরীরের
দরকারী ভিটামিন সি এর চাহিদা পূরণ হবে ।
স্ট্রবেরিতে ভিটামিনসি রয়েছে । স্ট্রবেরির স্বাস্থ্য উপকারিতা অনেক । এতে ভিটামিন সি এর পাশাপাশি ম্যাগনেসিয়াম সহ
নান পুস্টি উপাদান রয়েছে ।
আরোও জানতে পড়ুন